‘সার্ক মন্ত্রিপরিষদ সচিব বৈঠকে সুশাসন নিশ্চিত করতে গুরুত্বারোপ’

‘সার্ক মন্ত্রিপরিষদ সচিব বৈঠকে সুশাসন নিশ্চিত করতে গুরুত্বারোপ’

saarcনাগরিক সেবার মানোন্নয়ন, অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা আরো জোরদার করতে একমত হয়েছেন সার্কভুক্ত দেশের মন্ত্রিপরিষদ সচিবরা। একই সঙ্গে দারিদ্র্যকে প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করে তা মোকাবেলা ও তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে গুরুত্ব দিয়েছেন তারা।

শনিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে শুরু হওয়া সার্ক মন্ত্রিপরিষদ সচিবদের দুই দিনের বৈঠক রবিবার শেষ হয়। সভা শেষে সভার সভাপতি ও নবনির্বাচিত চেয়ারপারসন বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের এসব তথ্য জানান।

সচিব জানান, বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী ২০১৫ সালে তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হবে পাকিস্তানে এবং চতুর্থ বৈঠক ২০১৬ সালে অনুষ্ঠিত হবে নেপালে।

মোশাররাফ হোসাইন ভুইঞা বলেন, এবারের সভায় সার্ক দেশগুলোর মধ্যকার আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি ছাড়াও দারিদ্র্য বিমোচন, শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো, সার্ক দেশের প্রেক্ষপটে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জন বিষয়ে আলোচনা হয়েছে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির অগ্রাধিকারের ক্ষেত্রগুলো চিহ্নিত করার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা সমপ্রসারণের কৌশল নিয়েও আলোচনা হয়।

সচিব বলেন, বৈঠকে প্রশাসনিক সংস্কার ও সুশাসন, নাগরিক সেবার মানোন্নয়ন ইত্যাদি বিষয় প্রাধান্য পায়।

বৈঠকের আগে সার্ক মন্ত্রিপরিষদ সচিবরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার গণভবনের বাসভবনে দেখা করেন। এ সময় শেখ হাসিনা সার্ক নেতাদের সিদ্ধান্ত বাস্তবায়নে দেশগুলোর প্রশাসনিক কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী এ অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য রাজনৈতিক নেতাদের নেয়া সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করতে সার্ক দেশগুলোর সরকারি কর্মকর্তা, বিশেষ করে শীর্ষ কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, সার্ক মন্ত্রিপরিষদ সচিবদের প্রথম বৈঠক ২০০৯ সালে দিল্লিতে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শীর্ষ খবর