লেভির রেকর্ডের দিনে অসহায় নিউজিল্যান্ড

লেভির রেকর্ডের দিনে অসহায় নিউজিল্যান্ড

ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে রেকর্ড ১৩টি ছয় ও টি-টোয়েন্টি ম্যাচে দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়ে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছেন রিচার্ড লেভি। তাঁর ব্যাটিং তান্ডবে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। মাত্র ৪৫ বল খেলে সেঞ্চুরি হাকান এই প্রোটিয়াস ব্যাটসম্যান।

নিউজিল্যান্ড ইনিংস: ১৭৩/৪ (ওভার ২০)
দক্ষিণ আফ্রিকা ইনিংস: ১৭৪/২ (ওভার ১৬)
ফল: দ.আফ্রিকা ৮ উইকেটে জয়ী

নিউজিল্যান্ডের বেঁধে দেওয়া ১৭৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামেন অভিজ্ঞ হাশিম আমলা ও নবাগত ব্যাটসম্যান লেভি। ২.১ ওভারে হাসিম হামলা (২) আউট হওয়ার আগে দ.আফ্রিকার খাতায় যোগ হয় ২৫ রান। তা হলে বলার অপেক্ষা রাখে না প্রথম থেকেই ব্যাটিং তান্ডব শুরু করেন লেভি। এরপর এই তরুণ ব্যাটসম্যানের সঙ্গে যোগ দেন ওয়েন পারনেল। তবে পারনেল (৪) দ্রুত সাজঘরে ফেরলেও মারমুখী লেভির জন্য দলের স্কোর দাঁড়ায় ৪১।

দুই উইকেট পড়ে যাওয়ার পর তার সঙ্গে যোগ দেন এবি ডি ভিলিয়ার্স। ভিলিয়ার্স ৩৬ বলে হার না মানা ৩৯ রান করলেও। দ.আফ্রিকার সহজ জয় আসে লেভির অব্যাহত তান্ডবে। তিনি ৫১ বলে করেন হার না মানা ১১৭ রান। যার মধ্যে রয়েছে ১৩ টি ছয় ও ৫টি চারের মার। এটি তার ক্যারিয়ারে দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ। এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছিলো ২৪ বছর বয়সী এই খেলোয়াড়ের। ডানহাতি এই ব্যাটসম্যান অভিষেক ম্যাচে করেছিলেন ১৩ রান। কে জানতো লেভি দ্বিতীয় ম্যাচেই গড়বেন দু-দুটি অসাধারণ রেকর্ড।

এর আগে টস জিতে সফরকারী অধিনায়ক এ বি ডি ভিলিয়ার্স ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে। খেলতে নেমে দলীয় ৩৭ রানের মাথায় সাজঘরে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান রব নিকল (২৩)। এরপর ৯৭  রানের মাথায় আউট হন অপর উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গুপটিল (৪৭)। এছাড়া সাজঘরে ফেরার আগে ম্যাককালাম করেন ৩৫ রান। শেষ পর্যন্ত চার উইকেট খুইয়ে কিউইরা তোলেন ১৭৩ রান।

এ জয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরলো দ.আফ্রিকা। সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিলো স্বাগতিকরা। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচটি হবে বুধবার।

খেলাধূলা