‘জামায়াত-শিবির ছাড়া সবার জন্য সবকিছু করা হবে’

‘জামায়াত-শিবির ছাড়া সবার জন্য সবকিছু করা হবে’

saidul haque‘জামায়াত-শিবির ছাড়া দেশের সবার জন্য সবকিছুই করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ম. সাইদুল হক।

বিশ্ব ভেটেরিনারি দিবস-২০১৪ উপলক্ষে কাকরাইলের আইডিইবি মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় শনিবার তিনি এ সব কথা বলেন।

দ্য ভ্যাট এক্সিকিউটিভ এ সভার আয়োজন করে।

মন্ত্রী বলেন, ‘বাঙালি জাতি বলে কিছু ছিল না। বঙ্গবন্ধুই বাঙালিকে বিশ্বদরবারে জাতি হিসেবে তুলে ধরেছেন। কালো ও বাইট্টা এ জাতিই রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণ করিয়েছে।’

‘সেই বাঙালি জাতি মাংস, ডিম আর দুধেও স্বয়ংসম্পূর্ণ হবে এবং তা বিশ্ববাসী চেয়ে চেয়ে দেখবে আর ভাববে’ বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

‘এনিম্যাল ওয়েলফেয়ার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ভেটেরিনারি দিবসের আলোচনায় মন্ত্রী আরও বলেন, ‘ভারতে ১২০ কোটি মানুষ। বিশ্বের দুধ উৎপাদনকারী এক নম্বর দেশ ভারত। সেখানে আমাদের কোনো হদিস নেই। দেশে এখনও দুধের ৭০ ভাগ ঘাটতি রয়েছে। এ ঘাটতি আমাদের পূরণ করতে হবে।’

সাইদুল হক বলেন, ‘গত কয়েক বছরের বাজেট পর্যালোচনা করে দেখেছি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বরাদ্দ সবচেয়ে কম। এতো কম বরাদ্দ দিয়ে কিছু করা যাবে না। আগের ধ্যান ধারণা পরিবর্তন করে বাজেটে বরাদ্দ বাড়াতে হবে।’

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. সেলিনা আফরোজা, কৃষিবিদ ম. মোবারক আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ড. হুমায়ুন আরেফিন। কি-নোট পেপার উপস্থাপন করেন ড. মাহমুদ হাসান সিকদার।

 

রাজনীতি শীর্ষ খবর