অবশেষে রাজধানীতে এক পশলা স্বস্তির বৃষ্টি

অবশেষে রাজধানীতে এক পশলা স্বস্তির বৃষ্টি

rain2দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রাজধানীতে বৃষ্টির দেখা মিলল। শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বৃষ্টি শুরু হয়।

শুক্রবার মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায়সহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হলেও রাজধানীতে প্রত্যাশিত বৃষ্টির দেখা মেলেনি।

তবে শুক্রবার থেকে রাজধানীতেও তাপমাত্রা কমতে শুরু করে। প্রত্যাশা ছিল বৃষ্টির কিন্তু শেষ পর্যন্ত স্বস্তির বাতাসেই সন্তুষ্ট থাকতে হলো রাজধানীবাসীকে।

গত দুই সপ্তাহের তাপপ্রবাহ ও অনাবৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো দেশের জনজীবন। বৃষ্টির জন্য চলেছে হাহাকার। রাজধানীর বাইরেও ছিল একই চিত্র। বৃষ্টির অভাবে হাহাকার করছেন বোরো চাষিরা। লোডশেডিংয়ের কারণে ক্ষেতে তারা পানি দিতে পারছেন না। ক্ষেতেই পুড়ছে ধানের চারা। বৃষ্টির জন্য রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত করা হয়।শুক্রবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। বিকেলে স্বস্তির ঝড়োহাওয়া বৃষ্টির আশা জাগালেও হতাশ হতে হয়েছে নগরবাসীকে। কিন্তু এরপরও কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে নগরবাসী। রাতে তাপমাত্রা কমে হয় ২৭ ডিগ্রি।

তবে শনিবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদফতর।

আবাহওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টাঙ্গাইল, রাজশাহী, ঈশ্বরদী, খুলনা, মোংলা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলেরসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং বরিশাল ও রংপুর বিভাগসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশে এবং রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর ও ফেনী অঞ্চলসমূহের ওপর দিয়ে মাঝারী থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪২ এবং সর্বনিম্ন সৈয়দপুরে ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

 

বাংলাদেশ শীর্ষ খবর