‘তেঁতুল তত্ত্ব’র জন্য হেফাজতের আমীর আহমদ আল্লামা শফীকে ক্ষমা চাইতে হবে। অন্যথায় সারাদেশে আন্দোলনের মাধ্যমে নারীরা এর জবাব দেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এ্যাডভোকেট সাহারা খাতুন।
শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাব হলরুমে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন আয়োজিত ‘মুক্তিযুদ্ধে মায়েদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাহারা বলেন, তেঁতুল তত্ত্ব দিয়ে শফী নারীদের সম্মান কেড়ে নিয়েছে। নারী জাতিকে ছোট করেছে। তার এ বক্তব্যের জন্য নারীদের কাছে ক্ষমা চাইতে হবে।
খালেদা জিয়ার সমালোচনা করে সাহারা বলেন, তিনি (খালেদা) স্বাধীনতার ইতিহাস বিকৃত করতে চেয়েছেন। সেই জন্যই তিনি রাজাকারদের মন্ত্রী বানিয়েছেন। শুধু নারী নয়, পুরুষরাও শফীর তেঁতুল তত্ত্বের সমালোচনা করেছেন কিন্তু খালেদা জিয়া কোনো কথা বলেননি।
নারীরা মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছে উল্লেখ করে সাহারা বলেন, বই-পুস্তকে মুক্তিযুদ্ধে নারীদের অবদানের কথা লেখা হয়নি। নারীদের অবদানের কথা গল্প-কবিতার মাধমে তুলে ধরার জন্য সবার প্রতি আহ্বান জানাই।
রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের পাশে সরকার আছে এবং থাকবে উল্লেখ করে তিনি বলেন, রানা প্লাজায় আহতদের জন্য খালেদা জিয়া কি করেছে তা মানুষ জানতে চায়।
সংগঠনের সভাপতি এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য দেন সাবেক সেনা প্রধান ও বীরপ্রতীক লেফটেন্যান্ট জেনারেল হারুন আর রশিদ, কৃষকলীগের সভাপতি এম এ করীম, সংগঠনের মহাসচিব মো. আলআমিন শাওনসহ অন্যান্য নেতারা।