সাবেক ফরাসি তারকা জিনেদিন জিদান এই গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছাড়বেন বলে মনোস্থির করেছেন। তবে কোচিং পদের জন্য ট্রেনিং নিয়ে আবার তিনি মাদ্রিদে ফিরে আসবেন বলে জানান।
১৯৯৮ বিশ্বকাপের নায়ক জিদান রিয়াল মাদ্রিদের প্রথম খেলোয়ার হিসেবে দলের কোচিং পদে আসীন হওয়ার স্বপ্ন দেখছেন। এ স্বপ্ন বাস্তবায়নের জন্য নিজেকে উপযুক্ত ট্রেনিংয়ের মাধ্যমে গড়ে তুলতে হবে।সে লক্ষ্যেই মাদ্রিদ ছেড়ে তিনি প্রশিক্ষণ নিতে অন্য কোথাও ছুটছেন।
প্রসঙ্গত, জিনেদিন জিদান যে ভবিষ্যতে রিয়াল মাদ্রিদের ম্যানেজার হবেন সে ইঙ্গিত অনেক আগেই দিয়েছেন ক্লাবের সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ।