ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, দেশের প্রতিভাবান বিজ্ঞানী ও গবেষকদের গবেষণার কল্যাণে ইক্ষু চাষাবাদে প্রভূত উন্নতি হয়েছে।
চিনি ও গুড় শিল্প জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখবে উল্লেখ করে তিনি বলেন, বিজ্ঞানীদের উদ্ভাবিত তাল খেজুর ও সুগারবিটের মানোন্নয়নে চিনি ও গুড় শিল্প জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখতে সক্ষম হবে।
ভূমি মন্ত্রী আজ পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটে (বিএসআরআই) এক গণসংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বিএসআরআই-এর মহাপরিচালক ড. কামাল হুমায়ুন কবীরের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বিএসআরআই এর পরিচালক (গবেষণা) ড. এস.এম. নুরুন্নাহার বেগম, পরিচালক ড. এস.কে. ইফসুফ জাই (টিওটি), চীফ সায়েন্টিফিক অফিসার ড. খলিলুর রহমান, বশীর আহমেদ বকুল, ঈশ্বরদী উপজেলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া বক্তব্য রাখেন।
ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, বিজ্ঞানী ও গবেষকগণ আমাদের জাতীয় সম্পদ। তরুণ বিজ্ঞানী ও গবেষকদের কল্যাণে দেশে অধিক খাদ্য ফলানো ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা সম্ভব হয়েছে।
মন্ত্রী খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষি গবেষণা, কৃষি সম্প্রসারণ, কৃষি পুনর্বাসন, ইক্ষু গবেষণা ইনস্টিটিউট এর ভূমিকার প্রশংসা করেন।।
পরে মন্ত্রী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।