কণ্ঠশিল্পী নাফিসা রেফায়াত ডালিয়া’র ‘চেনা সুরে গুন গুন’ সিডির মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী মো. খুরশিদ আলম।
এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি ও সরগম সম্পাদক কাজী রওনাক হোসেন, বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা) সম্পাদক মো. হাসানুর রহমান বাচ্চু। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ডিন প্রফেসর মতলুব আলী।
নাফিসা রেফায়াত ডালিয়া একজন প্লাস্টিক সার্জন। বর্তমানে সৌদি আরবের কিং ফাহাদ হাসপাতালে কর্মরত। স্বামী মো. আনিসুজ্জামানও একই হাসপাতালে নিউরো সার্জন।
শিল্পীর গানের হাতেখড়ি ভোলানাথ চক্রবর্তীর কাছে। বুলবুল একাডেমী অব ফাইন আর্টস (বাফা) থেকে নজরুল সঙ্গীত বিষয়ে চার বছরের কোর্স সম্পন্ন করেন। এছাড়াও উচ্চাঙ্গ সঙ্গীদের উপর ভোলানাথ চক্রবর্তী, প্রফুল্ল চন্দ্র পেদ্দার, মঙ্গলচন্দ্র মন্ডল, নাসির হায়দার, নারায়ণ চন্দ্র সাহা প্রমুখ সঙ্গীত শিল্পীদের কাছে শিক্ষা লাভ করেন। ডালিয়া’র সিডিতে রয়েছে ১৯৫৫ সাল হতে ১৯৭০ সাল পর্যন্ত বিভিন্ন জনপ্রিয় গান।