দুইদিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে ফের পণ্য আমদনি-রফতানি শুরু হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, সকালে রফতানি পণ্যবাহী ট্রাক ভারতে এবং আমদানি পণ্য বাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্যে দিয়ে শুরু হয় আমদানি-রফতানির কার্যক্রম।
গত বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গে ১৬তম লোকসভা নির্বাচন এবং শুক্রবার সরকারী ছুটির কারণে বন্ধ থাকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদনি-রফতানি বাণিজ্য।
শনিবার দুইদিন পর ফের আমদানি-রফতানি শুরু হওয়াই প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে দেশের অন্যতম এই স্থল বন্দরটিতে।