বার্সেলোনার সাবেক কোচ টিটো ভিলানোভার অকাল মৃত্যুতে গোটা ফুটবল বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। এই কাতালান ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন ধরেই লড়াই করে আসছেন। কিন্তু তার মৃত্যুর সংবাদটি এসেছে হঠাৎ করে, যা গোটা ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দেয়।
স্ত্রী ও দুই সন্তানের জনক ভিলানোভা মাত্র ৪৫ বছর বয়সেই পরপারে পাড়ি জমান। তার মৃত্যুতে বিশ্ব ফুটবলের নানা প্রান্ত থেকে আসছে শ্রদ্ধা ও শোক বার্তা।
বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া সমবেদনা ও শ্রদ্ধা জানিয়ে বলেন,“আপনি হয়তো আমাদের কাছ থেকে চলে গেছেন, কিন্তু আমরা আপনাকে কখনো ভুলবো না। আপনি আমাদের মাঝে চিরস্মরণীয হয়ে থাকবেন। আপনি আমাদের যা শিখিয়েছেন, সে জন্য আপনাকে ধন্যবাদ। আপনার ওপর শান্তি বর্ষিত হোক।”
সাবেক এই প্রিয় কোচকে হারিয়ে স্তব্ধ হয়ে পড়েন বার্সা মিডফিল্ডার আন্দ্রে ইনিয়েস্তা। এক শোক বার্তায় ইনিয়েস্তা বলেন, “আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি। আপনি সব সময় আমাদের জন্য উদাহরণ ছিলেন এবং থাকবেন। আমি আপনার জীবনের একটি অংশ হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আমি কখনো আপনাকে ভুলবো না। আপিন শান্তিতে থাকুন,বস।”
বার্সার আরেক সদস্য সেফ ফেব্রিগাস প্রিয় কোচের মৃত্যুতে বলেন, “একজন খেলোযার ও কোচ হিসেবে অসাধারণ ছিলেন ভিলানোভা। .
তিনি বলেন, টিটো, ‘আপনি বার্সা ও ফুটবলকে যা দিয়েছেন সবকিছুর জন্যই আপনাকে ধন্যবাদ। বার্সার সমর্থকরা সবসময় আপনার কাছে কৃতজ্ঞ থাকবে।’
ইনিয়েস্তা আরো বলেন, আমি মাত্র ১৪ বছর বয়সে আপনার সান্নিধ্য পেয়েছি এবং আমি এটা বলতে পারি আপনার মতো মানুষ খুব কমই দেখতে পেয়েছি আমি। আমার ক্যারিয়ার গড়তে আপনি আমাকে সে আত্মবিশ্বাস যুগিয়েছেন ও সাহায্য করেছেন সে জন্য অসংখ্য ধন্যবাদ। মন্টসে (স্ত্রী)কার্লোটা ও আদ্রিয়া (সন্তান) এবং পুরো পরিবারের প্রতি সমবেদনা রইলো। টিটো, আপনি শান্তিতে থাকুন।
বার্সা সুপারস্টার ও আর্জেন্টাইন তারকা মেসিও আবেগঘন বার্তা পাঠিয়ে সমবেদনা জানিয়েছেন।
এক শোক বার্তায় বার্সার প্রাণভোমরা মেসি বলেন, “আমি কখনো আপনাকে ভুলবো না টিটো। আপনি সবসময় আমার সাথে থাকবেন। আপনার পরিবারের প্রতি অনেক ভালোবাসা রইলো।”
তবে ভিলানোভার মৃত্যু সাবেক বার্সা তারকা এরিক আবদালকে গভীরভাবে ছুঁয়ে যাওয়ার কথা। তিনিও যে মরণব্যাধী ক্যান্সারের সাথে লড়াই করছেন।
ফরাসি তারকা আবিদাল বলেন, আপনি সবসময় আমার ভাবনা জুড়ে থাকবেন।আপনার পরিবারের প্রতি ভালোবাসা ও সমবেদনা রইলো।
শোক বার্তা জানান উয়েফা প্রেসিডেন্ট মিশের প্লাতিনিও।
উয়েফা প্রেসিডেন্ট বলেন, “তিনি (টিটো) ছিলেন দারুন ব্যাক্তি ও অসাধারণ কোচ।তার অসাধারণ কাজের জন্য বার্সা সবসময়ই তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আমি টিটো্র পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
শ্রদ্ধা ও সমবেদনা জানাতে ভুল করেননি এক সময়ের চির প্রতিদ্বন্দ্বী হোসে মরিনহো। এই পতুর্গিজ তার শোক বার্তায় বলেন, “টিটো ভিলানোভার বিদায় ফুটবল এবং বার্সার জন্য শোকের দিন। বিশেষ করে তার পরিবার ও বন্ধুর জন্য। চেলসির পক্ষ থেকে আমি তার মৃত্যুতে গভীর সমবেদনা জানাই।”
শ্রদ্ধা ও সমবেদনা জানানো হয় শত্রু শিবিরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সার্জিও রামোস ও ইকার ক্যাসিসিয়াসের পক্ষ থেকেও।
প্রসঙ্গত,২০০৮-২০১২ বার্সেলোনার ইতিহাসের স্বর্ণালি সময়ে বার্সা কোচ পেপ গার্দিওলার সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন ভিলানোভা।গার্দিওলা-ভিলানোভার ছোঁয়ায় বার্সেলোনা যেন হয়ে উঠেছিল অপ্রতিরোধ্য। চার বছরের মধ্যে সম্ভাব্য ১৮টি শিরোপার মধ্যে ১৪টি শিরোপাই জিতেছিল এই স্প্যানিশ পরাশক্তিরা।
২০১২ সালে গার্দিওলার বিদায়ের পর যখন সবাই বার্সার শেষ দেখছিল, তখনই ভিলানোভার পরশে আরো অপ্রতিরোধ্য হয়ে উঠে বার্সা। ২০১২-১৩ মৌসুমে ১০০ পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছিল বার্সা। লা লিগার প্রথম ১৯টি ম্যাচের মধ্যে জয় পেয়েছিল ১৮টিতেই।