মুক্তিযোদ্ধা রাইসুল ইসলাম আসাদ এবার রাজাকার!

মুক্তিযোদ্ধা রাইসুল ইসলাম আসাদ এবার রাজাকার!

যাতিমান অভিনেতা রাইসুল ইসলাম আসাদ একাত্তরের একজন বীর মুক্তিযোদ্ধা। এবার তাকে প্রথমবারের মতো রাজাকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। নাটকের নাম ‘অন্তরালে’। রচনা করেছেন রুম্মান রশীদ খান, পরিচালনায় রয়েছেন নুজহাত আলভী আহমেদ। নাটকটিতে রাজাকার রাশেদ শাহনেওয়াজ খানের চরিত্রে দেখা যাবে রাইসুল ইসলাম আসাদকে।

বীর মুক্তিযোদ্ধা রাইসুল ইসলাম আসাদ এর আগে একাধিক নাটকে মুক্তিযোদ্ধা চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু কখনো রাজাকার চরিত্রে কাজ করা হয়নি। এবার তাই অনেকটা আগ্রহ নিয়েই তিনি রাজাকার চরিত্রে অভিনয় করছেন। নাটকটির অন্য দুই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সজল ও বিন্দু।

‘অন্তরালে’ নাটকের পরিচালক নুজহাত আলভী আহমেদ বললেন, আসাদ ভাই কিছুটা অসুস্থ। তাই আমি চেয়েছিলাম তার সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং করবো না। কিন্তু আসাদ ভাই জাত অভিনেতা। তিনি যেহেতু একবার আমাকে শিডিউল দিয়েছেন, তাই কিছুতেই এই সময়টি পরিবর্তন করতে রাজি হলেন না।

রাজাকার চরিত্রে রাইসুল ইসলাম আসাদকে নেওয়ার কারণ কী? জানতে চাইলে পরিচালক বলেন. নাট্যকারের চাহিদা ছিল নায়কের বাবা চরিত্রে একজন সুঅভিনেতাকে নিতে হবে। আমিও স্ক্রিপ্ট না পড়ে আসাদ ভাইকে স্ক্রিপ্ট পাঠিয়ে দেই। স্ক্রিপ্ট পাঠাবার পর আমি নিজে যখন স্ক্রিপ্টটি পড়তে বসি, খুব লজ্জায় পড়ে যাই। আসাদ ভাইকে নিয়ে কাজ করার খুব শখ ছিল, কিন্তু রাজাকার চরিত্রে তাকে প্রস্তাব করেছি, এটা ভেবে লজ্জা পাই। তিনি কী মনে করেন, এই সংকোচ থেকেই আসাদ ভাইকে ফোন করে অনুরোধ করি, স্ক্রিপ্টটি না পড়ার জন্য। জানাই, আমার ভুল হয়েছে, না পড়ে তাকে স্ক্রিপ্টটি পাঠিয়ে দিয়েছিলাম। তিনি এতটাই বিনয়ী, আমাকে হেসে জানান, স্ক্রিপ্টটি তিনি পড়েছেন এবং তার পছন্দ হয়েছে। রাজাকার চরিত্রে তিনি কাজ করতে চান। কারণ এ চরিত্রের মাধ্যমে দেশের সব রাজাকারকে একটা বার্তা পৌছানো যাবে।

আগামী স্বাধীনতা দিবসে প্রচারের উদ্দেশ্যে নির্মিত হচ্ছে ‘অন্তরালে’ নামের এই একক নাটকটি।

বিনোদন