একুশে ফেব্রুয়ারি রাত আটটায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ভাষা দিবসের বিশেষ নাটক ‘ফুলের রং লাল’। সত্যি ঘটনা অবলম্বনে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন গৌতম কৈরী। এক ঘণ্টা ব্যাপ্তির নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, বিজরী বরকতউল্লাহ, মাজনুন মিজান প্রমুখ।
নাটকের গল্পে দেখা যায়, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে জেলা পর্যায়ে ছবি আঁকা প্রতিযোগিতায় প্রথম হয়ে ক্রেস্ট ও পনের হাজার টাকা পায় আরিফ। এতগুলো টাকা খরচ করা নিয়ে চিন্তিত হয়ে পড়ে সে। অনেক অনেক পছন্দের জিনিসপত্র কিনেও খরচ হয় মাত্র এক হাজার টাকা। বাবা দোকানের জন্য চাইলেও আরিফ সেই টাকা দেয় না। এক বন্ধের দিনে আরিফ টাকাগুলো নিয়ে স্কুলে হেডস্যারকে দিয়ে বলে, স্যার আমাদের স্কুল মাঠে কোনো শহীদ মিনার নাই। আমরা একুশে ফেব্র“য়ারিতে শহীদ মিনারে ফুল দিতে পারি না। এই টাকাগুলা দিয়ে সে স্কুল মাঠে শহীদ মিনার বানাতে বলে। স্যার বিষ্মিত, গর্বিত ও একই সাথে লজ্জিত চোখে তাকিয়ে থাকে। স্কুলে শহীদ মিনার নির্মিত হয়।
এক শীতের সকালে আরিফ ও তার ভাই শরিফ স্কুলের শহীদ মিনারের কাছে গাছের চারা রোপন করতে যায়। ঠিক আরিফের ছবির মতো। চারা লাগাতে লাগাতে শরিফ প্রশ্ন করে, ভাইয়া এইটা কী গাছ? আরিফ বলে, ‘এটা কৃষ্ণচূড়া গাছ। এর ফুলের রং লাল’।