প্রিয়াংকা গান্ধী তার ভাই ও কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীকে কটূক্তির নিন্দা জানিয়ে বলেছেন, যারা তাকে (রাহুলকে) নিয়ে বাজে মন্তব্য করছে তারা আমার বাবারও (রাজীব গান্ধী) সমালোচনা করতো।
শনিবার আমেথিতে এক নির্বাচনী র্যা লিতে প্রিয়াংকা এসব কথা বলেন।
র্যা লিতে রাজীব গান্ধী তনয়া আরো বলেন, “যখন রাজীব গান্ধী মানুষকে কম্পিউটারের কথা বলতেন তখন মানুষজন তাকে নিয়ে ঠাট্টা-বিদ্রোপ করতো।’
এসময় প্রিয়াংকা জনগণকে উদ্দেশ্য করে বলেন, “আমরা দুধ উৎপাদনে আমেথিকে বিপ্লব এনেছি। আগে বাইরে থেকে এখানে দুধ আমদানি করা হতো। কিন্তু বর্তমানে আমেথি থেকে ট্রাকভর্তি দুধ দেশের বিভিন্ন জায়গায় রফতানি করা হয়।”
এসবই রাহুলের অবদান উল্লেখ করে তিনি রাহুলকে ধন্যবাদ জানান।
তিনি আরো বলেন, “এখানে রাহুল সড়ক ও রেল যোগাযোগ স্থাপন করেছে, যাতে করে আমেথির মানুষ ভারতের অন্যান্য অংশের মানুষের সাথে সহজেই যোগাযোগ করতে পারে।”