পদ্মা সেতু এখন আর দেশের মানুষের স্বপ্ন নয়, এটা দৃশ্যমান উন্নয়ন বাস্তবতা হতে চলেছে। আগামী জুন মাসে পদ্মা সেতুর কার্যাদেশ দেওয়া হবে এবং নির্মাণকাজ শুরুর সাড়ে তিন বছরের মধ্যেই শেষ হবে। এর বাইরে যমুনা নদীর পাটুরিয়া-নগরবাড়ী-দৌলতদিয়া রুটে ‘ওয়াই আকৃতি’র দ্বিতীয় যমুনা সেতু করার ব্যাপারে সরকার চিন্তাভাবনা করছে।
গতকাল শুক্রবার পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল-হামকুরিয়া মহাসড়ক ও ব্রিজের নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় স্থানীয় এমপি মকবুল হোসেন বক্তব্য দেন। এ ছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুস সালাম, পাবনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু রওশন, নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার, নির্মাতা প্রতিষ্ঠান ধ্রুব কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী সাইফুল আলম স্বপন চৌধুরীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।