সংবিধান অনুযায়ী ২০১৯ সালে সংসদ নির্বাচন

সংবিধান অনুযায়ী ২০১৯ সালে সংসদ নির্বাচন

nasim58আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বিএনপি-জামায়াত বলেছিল ৫ জানুয়ারির নির্বাচন হতে দেয়া হবে না। কিন্তু ৫ তারিখেই নির্বাচন হয়েছে এবং আওয়ামী লীগ আবারও সরকার গঠন করেছে। তাই সংবিধান অনুযায়ী আগামী ২০১৯ সালে পরবর্তী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

গতকাল শুক্রবার বিকালে বগুড়ার সারিয়াকান্দিতে স্থানীয় পাবলিক মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নানের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে আবদুল মান্নান এমপি বলেন, নদী ভাঙন এ এলাকার মানুষের নিত্যসঙ্গী। সে কারণে নদী ভাঙন রোধে সিরাজগঞ্জের কাজীপুর থেকে গাইবান্ধা পর্যন্ত নদী তীর সংরক্ষণের জন্য ৮ হাজার কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু প্রমুখ।

এর আগে মন্ত্রী উপজেলা পরিষদ হলরুমে পানি উন্নয়ন বোর্ডের নদী তীর সংরক্ষণ উন্নয়ন কর্মসূচির আওতায় প্রস্তাবিত বিভিন্ন অবকাঠামো বিনির্মাণে স্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন।

কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, মোহাম্মদ নাসিম গতকাল দুপুরে কাজীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে নদী তীর সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় অপর এক মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। বর্তমান সরকার আগামী ৫ বছর জনগণের সেবা করে যাবে। এজন্য তিনি সকল মানুষের সহযোগিতা কামনা করেন।

এ সময় অন্যদের মধ্যে ধুনট-শেরপুর আসনের সংসদ সদস্য হাবিবর রহমান, কাজীপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল সরকার, পাউবো’র সাবেক মহাপরিচালক হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

 

অন্যান্য জেলা সংবাদ বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর