দীর্ঘ আট বছর নেতৃত্ব দিয়ে পদত্যাগ করলেন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট গুগল প্লাসের শীর্ষ নির্বাহী ও প্রধান ভিক গুনদোত্রা।
গুগল প্লাসে নিজের পেইজে গুনদোত্রা লিখেছেন, ‘দীর্ঘ আট বছর পর আজ আমি গুগল থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। এর পর কী হবে, তা নিয়ে আমি উদ্বিগ্ন। তবে এসব ব্যাপার নিয়ে আজ কথা বলার কিছু নেই। আজকের দিনটি শুধু গত আট বছর উদযাপনের দিন।’
গুনদোত্রা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) একজন অ্যালামনাই। শুরুতে তিনি মাইক্রোসফটে কাজ করেছেন। ২০০৭ সালে তিনি অ্যান্ড্রয়েড ও ক্রোম বিভাগের প্রধান সুন্দর পিছাইয়ের সঙ্গে গুগলে যোগ দেন। পরে তিনি গুগল প্লাসের টিম লিডার হয়ে কাজ করেন।