ইন্দোনেশিয়ায় অবতরণ করা অস্ট্রেলিয়ার ভার্জিন এয়ারলাইনসের যাত্রীবাহী বিমানটি ছিনতাইয়ের চেষ্টা নয় বরং তা এক মাতালের মাতলামি ছিল। ইন্দোনেশিয়ার বিমানবাহিনী তাদের পূর্বের ধারণা থেকে সরে এসে এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।
এর আগে ইন্দোনেশিয়ার বিমানবাহিনী জানিয়েছিল, বিমানটি ছিনতাইয়ের চেষ্টা চলাকালে তা দেশটির বালি বিমানবন্দরে অবতরণ করে।
ওই ছিনতাই চেষ্টার ধারণা ভুল বোঝাবুঝি থেকে তৈরি হয়েছিল বলে জানিয়েছে এয়ারলাইনসের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জানা গেছে, এক মাতাল যাত্রী বিমানের ককপিটে ঢোকার চেষ্টা করলে বিমানটি ছিনতাইয়ের চেষ্টা হচ্ছে সন্দেহে ইন্দোনেশিয়ার বালি বিমানবন্দরে শুক্রবার অবতরণ করে ভার্জিন এয়ারলাইনসের একটি বিমান।
ভার্জিন এয়ারলাইনসের কর্মকর্তা হেরু সুদজাতমিকো জানান, ‘এটা ছিনতাই নয়, ভুল বোঝাবুঝি। আসলে ওই যাত্রী ছিলেন মদ্যপ। অতিরিক্ত অ্যালকোহল সেবনের কারণেই তিনি আক্রমণাত্মক আচরণ করছিলেন।’
তবে ঘটনার পরপরই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়া পুলিশের মুখপাত্র সুহার্দি আলিয়াস।
ওই মাতাল বিমানে সমস্যা তৈরির করলে তাকে ক্রুরা হাতকড়া পড়িয়ে রাখেন বলে জানিয়েছেন এয়ারলাইনসের সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
বিমানটি অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে ইন্দোনেশিয়ায় যাচ্ছিল।