রাজধানী উত্তরার ৬ নম্বর সেক্টর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে সামশুল ইসলাম সোলায়মান (৪০) নামের এক ব্যবসায়ী অপহরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে জয়নাল মার্কেটের সামনে থেকে তাকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় উত্তরা (পূর্ব) থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অপহৃতের স্ত্রী সালমা ইসলাম মায়া জানান, আমরা রিক্সায় করে সন্তানসহ বাসায় ফিরছিলাম। উত্তরা ৬ নম্বর সেক্টরের সামনে জয়নাল মার্কেটের সামনে আসলে একটি ছাই কালারের মাইক্রো রিক্সার গতিরোধ করে আমার স্বামীর নাম জানতে চায়। নাম বলার সঙ্গে সঙ্গে অস্ত্র ঠেকিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে গাড়িতে তুলে নিয়ে যায়।
তিনি জানান, এর পর পরই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, র্যাব হেডকোয়ার্টার এবং উত্তরা সংলগ্ন থানাগুলোতে খোঁজ নিলে তার কোন হদিস পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কেউ তাকে আটকের বিষয়টি স্বীকার করেনি।
উপায়ন্তর না পেয়ে উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর ১৩) বলে জানান তিনি।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত থানার কর্মকর্তা (ওসি) শাহদাত হোসেন অপহরণের অভিযোগ পাবার বিষয়টি স্বীকার করেছেন।