যুক্তরাষ্ট্রের অর্ধেক জনগণ বিজ্ঞান আবিষ্কৃত পৃথিবী সৃষ্টির তত্ত্ব ‘বিগ ব্যাঙ থিওরি’ বিশ্বাস করেন না। এমনকি, দেশটির অর্ধেক জনগণের ‘গ্লোবাল ওয়ার্মিং’-এর বৈজ্ঞানিক কারণের ওপরও বিশ্বাস নেই।
সায়েন্স জার্নাল এপি-জিএফকে পরিচালিত জরিপের ফলাফলে এমন তথ্যই উঠে এসেছে।
গত ২০ থেকে ২৪ মার্চ পর্যন্ত পরিচালিত এই জরিপ কাজে যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক ১ হাজার ১২ জন নাগরিক অংশ নেন।
জরিপে দেখা গেছে, অর্ধেকের বেশি জনগণ ধূমপান ক্যানসারের কারণ, মানসিক রোগের মেডিকেল ব্যাখ্যা, মানবদেহের কোষ সেলের ভেতর জেনেটিক কোডের বৈজ্ঞানিক ব্যাখ্যা যেখানে বিশ্বাস করেন, ঠিক তার বিপরীতে ‘বিগ ব্যাঙ থিওরি’র পৃথিবী সৃষ্টির বৈজ্ঞানিক ব্যাখ্যায় বিশ্বাস করেন না।
এমনকি তারা মনে করেন না, পৃথিবী উত্তপ্ত হচ্ছে । তাদের ধারণা, ৪.৫ বিলিয়ন বছরের পুরোনো এই পৃথিবী তার স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে।
জরিপে অংশ নেওয়া ৫১ শতাংশই জানান, ১৩.৮ বিলিয়ন বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছে- বিগ ব্যাঙ থিওরির ব্যাখ্যায় তাদের বিশ্বাস নেই। প্রতি ১০ জনে চারজন মনে করেন, পৃথিবী তার কক্ষপথে প্রকৃতির নিয়মে চলছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের ব্যাপারেও তারা একমত নন।