জনগণের কাছে গিয়ে তওবা করুন: প্রধানমন্ত্রী

জনগণের কাছে গিয়ে তওবা করুন: প্রধানমন্ত্রী

বিরোধীদলকে জনগণের কাছে গিয়ে তওবা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শনিবার বিকেলে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সরকারি হাজী আব্দুল বাতেন কলেজের মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বিরোধীদলের উদ্দেশে বলেছেন, ‘আমরা ছোটবেলায় পড়েছি, ল্যাংড়াকে ল্যাংড়া বলবেন না, লুলাকে লুলা বলবেন না। আপনারা আপনাদের আচরণ ঠিক করুন। জনগণের কাছে গিয়ে আপনাদের মন্তব্যের জন্য ক্ষমা চান, তওবা করুন।’

সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান মাস্টারের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আক্তারুজ্জামান চৌধুরী বাবু, কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম।

উল্লেখ্য, ক্ষমতার দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো শনিবার দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এলাকা চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতায় প্রথম মেয়াদে ১৯৯৯ সালে প্রলয়ংকরী ঘূর্নিঝড়ের পর সন্দ্বীপ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বেলা ১২টায় সন্দ্বীপে পৌঁছার পর প্রধানমন্ত্রী সরাসরি উপজেলা কমপ্লেক্সে যান। সেখানে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইনফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) আর্থিক সহযোগিতায় বাস্তবায়নাধীন সোলার হোম সিস্টেম এবং বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন কর্মসূচীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর