কেন জানি নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে পারছে না তামিম, সাকিব, মুশফিক, মাশরাফিরা। সমস্যাটা কোথায় সেটা বোঝতেই পারছে না কেউই। তাই শেষ পর্যন্ত মনোবিদের ক্লাসে যেতে হলো তাদের।
শ্রীলঙ্কা সিরিজ থেকে শুরু করে এশিয়া কাপ এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের ক্রিকেট দল যেন লাগাতার পরাজয়ে দিশেহারা। এরমধ্যে আবার আছে আফগানিস্তান ও হংকংয়ের মতো দলের বিপক্ষে হারের লজ্জাও। বেশিরভাগ ক্রিকেটার নেই ফর্মে। ক্রিকেটারদের দীর্ঘ ফর্মহীনতা দল হিসেবে আত্মবিশ্বাসটাও নিয়ে গেছে একেবারে তলানিতে। আন্তর্জাতিক ক্রিকেটে টানা ব্যর্থতার পর হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে ক্রিকেটারদের জন্য এবার মনোবিদের ব্যবস্থা করেছে বিসিবি।
কানাডা প্রবাসী মনোবিদ আলী আজহার খান জাতীয় দলের ক্রিকেটারদের মনোঃস্তত্ত্ব নিয়ে কাজ করছেন। জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারই প্রথম দিনের ক্লাসে উপস্থিত ছিলেন। সূচি অনুযায়ী পরবর্তী ক্লাস হবে ২৭ এপ্রিল। এরপর ২৮ এপ্রিল সব খেলোয়াড়দের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলবেন আজহার খান।