রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বহুরূপী। তিনি একেক সময় একক রূপ ধারণ করেন। কখনো মুক্তিযুদ্ধের পক্ষে, কখনো আবার যুদ্ধাপরাধীদের পক্ষে।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ভিআইপি কক্ষে ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস গবেষণা ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে।
মওদুদ আহমেদ সম্পর্কে তিনি আরো বলেন, এক মানুষের দু’টি সত্ত্বা বা দ্বৈতনীতি থাকতে পারে না। যেমন দুধ তামাক একসঙ্গে থাকতে পারে না। একইভাবে এটি ভাষার মাস। অসাম্প্রদায়িক চেতনাকে সামনে রেখেই ভাষা আন্দোলন হয়েছিল। তেল আর জল যেমন একসঙ্গে মিশতে পারে না। তেমনিভাবে আম্প্রদায়িকতা এবং সাম্প্রদায়িকতা একসঙ্গে চলতে পারে না।
এ সময় তিনি ’৭২-এর সংবিধান এবং গণতন্ত্র নিয়ে কখনো আপস করা হবে না বলেও উল্লেখ করেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব এটিএম আব্দুল হালিম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর আব্দুল মান্নান চৌধুরী, বিটিভির মহাপরিচালক কবি আবু জাফর সিদ্দিকী, সংগঠনটির সহ-সভাপতি লায়ন বিদারুল আলম চৌধুরী, যুগ্ম-মহাসচিব মুক্তিযোদ্ধা আব্দুল কাদির প্রমুখ।