মাত্র দেড় হাজার টাকায় স্মার্টফোন!

মাত্র দেড় হাজার টাকায় স্মার্টফোন!

smartphone1500মাস ছয়েক আগেও মাত্র দেড় হাজার টাকায় ব্যবহৃত স্মার্টফোন পাওয়াটা ছিল অসম্ভব। কিন্তু এখন তা সম্ভব। যাদের কম বাজেটের মধ্যে স্মার্টফোন কেনার পরিকল্পনা আছে, তাদের জন্য শীর্ষস্থানীয় অনলাইন মার্কেট প্লেস ‘বিক্রয় ডট কম’-এ দেড় হাজার টাকারও কমে বিভিন্ন ব্র্যান্ডের সেকেন্ডহ্যান্ড স্মার্টফোনের বিজ্ঞাপন রয়েছে। আর বেশি দামে স্মার্টফোন কিনতে আগ্রহীদের জন্য এই সাইটে অ্যাপল আইফোন ৫২৪-কে গোল্ড মডেলের সেটের বিজ্ঞাপনও রয়েছে। ৯০ হাজার টাকা মূল্যের এই সেটটির বিজ্ঞাপন এসেছে দেশের বাণিজ্যিক নগরী চট্টগ্রাম থেকে।

বিক্রয় ডট কম-এর মতে, অনলাইন মার্কেট প্লেসগুলোতে ব্যবহৃত স্মার্টফোন কেনা-বেচায় ভালোই দরকষাকষি চলছে। এর কারণ মূলত, অনলাইন মার্কেট প্লেসগুলোতে ব্যবহৃত স্মার্টফোনের সরবরাহ অনেক বেড়ে গেছে। সেই সাথে পুরনো ফোন বিক্রি এবং নতুন ফোন কেনার জন্য অনলাইন গ্রাহক সংখ্যাও আগের চেয়ে বেড়েছে।

বিক্রয় ডট কম-এর পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে এ বছর মার্চের মধ্যে অনলাইনে সব মিলিয়ে মোবাইল ফোন বিক্রির হার ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে। গত ডিসেম্বরে ব্যবহৃত মোবাইল ফোনের বিজ্ঞাপন পোস্ট করা হয়েছিল ৮৪ হাজার ৯০০। এটা মার্চে বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার ৫০০-তে।

গত মাসে (মার্চ) সাইটটিতে বেচা-কেনার শীর্ষে ছিল নকিয়া ব্র্যান্ডের মোবাইল ফোন। শুধুমাত্র মার্চেই সাইটটিতে নকিয়া ব্র্যান্ডের ২৪ হাজারেরও বেশি মোবাইল ফোনের বিজ্ঞাপন পোস্ট করা হয়েছিল।

রাজধানীর ধানমন্ডির বাসিন্দা মো. ঘাসান গত প্রায় ৮-৯ মাস ধরে বিক্রয় ডট কম ব্যবহার করে আসছেন এবং ২০টিরও বেশি মোবাইল ফোন বিক্রি করেছেন।

তিনি বলেন, ‘বিক্রয় ডট কমে বিজ্ঞাপন পোস্ট করা খুবই সহজ। আমি যুক্তিসঙ্গত দাম ও ছবিসহ বিজ্ঞাপন পোস্ট করি এবং খুব দ্রুততায় ফোন বিক্রি করে দেই।’

বিজ্ঞান প্রযুক্তি শীর্ষ খবর