সাগরে কোন চিহ্ন মিলছে না মালয়েশিয়ার নিখোঁজ বিমানের। তবে কি বিমানটি কোন দেশে অবতরণ করেছে! কোথাও বিধ্বস্ত হয়েছে! অনুসন্ধানকারী দলের অনেক সদস্যই এখন এমনটি মনে করছেন। তারা মনে করছেন, বিমানটি কোন না কোন দেশের ভূখ-ে অবতরণ করে থাকতে পারে। অথবা তা এমন কোন স্থানে বিধ্বস্ত হয়ে থাকতে পারে যেখানে কোন জনবসতি নেই। গতকাল লন্ডনের ডেইলি এক্সপ্রেস এ খবর দিয়েছে। বেঞ্জামিন রাসেল-এর লেখা ওই প্রতিবেদনে আরও বলা হয়, এতে বলা হয়, ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন টিমের সদস্যরা বলছেন, তারা এখন মনে করছেন বিমানটি দক্ষিণ ভারত মহাসাগরে বিধ্বস্ত না-ও হয়ে থাকতে পারে। হতে পারে বিমানটি কোন দেশের দিকে নিয়ে যাওয়া হয়েছে। তারপর হয়তো সে দেশে অবতরণ করে থাকতে পারে। দ্য নিউ স্ট্রেইট টাইমস বলেছে, যদি আগামী দু’চার দিনের মধ্যে কোন ইতিবাচক ফল না আসে তাহলে তারা নতুন করে এ তত্ত্ব তালাশ শুরু করতে পারেন। এ জন্য নতুন করে দল গড়তে পারেন। ওই সূত্র বলেছেন, পাশাপাশি ভারত মহাসাগরে অনুসন্ধান অব্যাহত থাকবে। আমরা যেহেতু সমুদ্রে এমএইচ ৩৭০ ফ্লাইটের ধ্বংসাবশেষের একটি টুকরাও পাওয়া যায় নি। তাই এখন ভূভাগের বিষয়টি নিয়ে আমাদেরকে চিন্তা করতে হচ্ছে। সাগরে অনুসন্ধান অভিযানে অংশ নিয়েছে ২০টিরও বেশি দেশ। এ অবস্থায় কোন দেশ বিমানটি লুকিয়ে রেখে থাকতে পারে। তবে সেটা কোন দেশ হতে পারে সে বিষয়ে ওই সূত্র কিছু বলেন নি। ওদিকে অস্ট্রেলিয়া বলেছে, বিমানটি অনুসন্ধান অভিযানে খরচের বিষয়টি কোন ইস্যু নয়। খরচ যা-ই হোক তারা অনুসন্ধান থেকে পিছপা হবে না।