প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তার সরকার বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে দেশে সৌরভিত্তিক বিদ্যুত্ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েছে।’ অস্ট্রিয়ার রাষ্ট্রদূত বের্নহার্ড ওয়াবেতজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে এলে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব বিজন লাল দেব সাংবাদিকদের এসব কথা জানান।
শেখ হাসিনা বলেন, ‘আমরা ইতোমধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুত্ উত্পাদনের উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি এবং বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সৌরভিত্তিক বিদ্যুত্ কেন্দ্র স্থাপনের একটি পরিকল্পনা রয়েছে।’ খবর বাসসের।