সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে রাজধানীর ঐতিহ্যবাহী ধানমন্ডি মাঠ। বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মাঠটি উন্মুক্ত করে দেয়। সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত দু’বছর ধরে সর্বসাধারণের মাঠে প্রবেশাধিকার সংরক্ষিত করে দেয়া হয়েছিলো। দেশের বিশিষ্ট নাগরিকরা বেশ কিছুদিন ধরে মাঠটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়ার দাবি জানিয়ে আসছিলেন। এ দাবিতে হাইকোর্টে একটি রিট আবেদনও করা হয়।
২০০৯ সাল থেকে এই মাঠটি শেখ জামাল ধানমন্ডি ক্লাব ব্যবহার করে আসছে। মাঠ উন্মুক্ত করার দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে ১৯শে এপ্রিল মামলা করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব কর্তৃপক্ষ। ওই দিন সকালে আন্দোলনকারীরা মাঠে ঢুকে সমাবেশ করার পর দুপুরে ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুর রহমান ফটক ভেঙে মাঠে অনধিকার প্রবেশের অভিযোগে এ মামলা করেন। পরে আদালত ওই মামলার আসামীদেরকে জামিন দেন।
এদিকে, মাঠের নির্মাণাধীন অবকাঠামো অপসারণ এবং চলমান নির্মাণ কাজ বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন স্থপতি মোবাশ্বের হোসেনসহ ছয়জন।
২০১১ সালের ১৫ মার্চ হাইকোর্ট এক রায়ে ধানমন্ডি মাঠের অবৈধ স্থাপনা সরিয়ে ১৫ দিনের মধ্যে সবার জন্য উন্মুক্ত করে দিতে আদেশ দেন। কিন্তু আদালতের রায় মানেননি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কর্মকর্তারা। পরে ২০১৩ সালের ২৭ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় অবমাননার জন্য কারণ দর্শানোর নোটিশ জারি করেন। কিন্তু কোনো কিছুই আমলে নেননি ক্লাব কর্মকর্তারা।