মামলা প্রত্যাহার ভিক্ষা চাই না : এরশাদ

মামলা প্রত্যাহার ভিক্ষা চাই না : এরশাদ

এখন আর কারো কাছে তার বিরুদ্ধে দেওয়া মামলা প্রত্যাহারের অনুরোধ-আবেদন নেই জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের।

শনিবার দুপুরে বনানীতে তার (জাপা চেয়ারম্যান) কার্যালয়ে সাবেক জেলা ও দায়রা জর্জ রাজু রোমান ও তাজ মোহাম্মদ শেখ এবং ব্যারিস্টার কামরুজ্জামানের সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানিয়েও দিয়েছেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার মামলা প্রত্যাহার করুন এ ভিক্ষা আমি কারো কাছে চাই না। জাতীয় পার্টি দেশের বড় দুই দলের চেয়ে কোনোভাবেই ছোট নয়। আমাগীতে প্রার্থী নয়, মার্কা বড় হয়ে দেখা দেবে। মানুষ ভোট দেওয়ার জন্য লাঙ্গল খুঁজবে। দু’দলের হাত থেকে মানুষ মুক্তি পেতে চায়।’

তিনি বলেন, ‘জোটের কারণে এত দিন আমাদের রাজনীতি ছিল না। এখন আমাদের পথ পরিষ্কার। তাই আর জোটের রাজনীতি নয়।’

এ সময় ‘জাতীয় পার্টি ক্ষমতায় গেলে আইনজীবীদের প্রস্তাবনা অনুসারে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠন করা হবে’ বলে উল্লেখ করে এরশাদ বলেন, ‘বিচার বিভাগ কাগজ-কলমে স্বাধীন। প্রকৃত অর্থে স্বাধীন নয়। এখনো আইন মন্ত্রণালয়ের নির্দেশমত কাজ করতে হয়।’

‘জোটের রাজনীতির কারণে জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত হয়েছে’ বলে মন্তব্য করে জাপা প্রধান বলেন, ‘মানুষ জাতীয় পার্টিকে ভোট দেয় না- এ কথা সত্য নয়। আমাদের পক্ষ থেকে মানুষের জন্য রাজনীতি ও ক্ষমতায় যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অনেকের পায়ের নিচের মাটি সরে গেছে। কিন্তু জাতীয় পার্টির মাটি আরো দৃঢ় হয়েছে।’

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ‘আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে, ঢাকা ছেড়ে দেন, রংপুরে আপনারা নির্বাচন করুন। অতএব বোঝা যায়- তারা ভয় পেয়েছে। জাতীয় পার্টির জয় হবেই।’

জাতীয় আইনজীবী ফেডারেশনের সভাপতি শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সদস্য সচিব পরিমল কুমার বিশ্বাস প্রমুখ।

রাজনীতি