বিশেষজ্ঞদের পূর্বাভাস চ্যালেঞ্জ করে বছরের প্রথম প্রান্তিকে ৬৪২ লাখ ডলার মুনাফা করেছে সামাজিক নেটওয়ার্ক জায়ান্ট ফেসবুক। গত জানুয়ারি-মার্চ মাসে মোবাইল বিজ্ঞাপনের বদৌলতে ৭২ শতাংশ আয় বেড়েছে। টাকার অংকে এই সময়ে ফেসবুকের আয় হয়েছে ২.৫ বিলিয়ন ডলার।
এক বছর আগে ফেসবুকের মোট আয়ের ৩০ শতাংশ আসতো মোবাইল বিজ্ঞাপন থেকে। এখন এই হার বেড়ে দাঁড়িয়েছে ৫৯ শতাংশ।
কোম্পানির প্রবৃদ্ধিতে উচ্ছ্বাস প্রকাশ করে এক বিজ্ঞপ্তিতে ফেসবুক প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ বলেছেন, ফেসবুক এখন ভালো ব্যবসা করছে। অর্থনৈতিক ভাবে বেশ দৃঢ় অবস্থানে রয়েছে। আর বছরের প্রথম প্রান্তিকের মুনাফা ছিলো সত্যি উল্লেখ করার মতো।
তিনি আরো বলেন, “আমরা দীর্ঘদিন ধরেই আমাদের প্রধান সেবা পণ্যগুলোর মান উন্নয়ন করে আসছি। ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদি কৌশল নিয়েছে। আমাদের লক্ষ্য নিজেদের অবস্থান নিয়মিত এগিয়ে নেয়া।”
এদিকে ভালো মুনাফার সুবাদে বুধবার এক ঘণ্টা লেনদেন চলার পরই ওয়াল স্ট্রিট পুঁজি বাজারে ফেসুবকের শেয়ার মূল্য ৪.৩ শতাংশ বেড়ে গেছে। গত ৩১ মার্চ পর্যন্ত ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিলো ১.২৮ বিলিয়ন। এদের মধ্যে ১.০১ বিলিয়ন ব্যবহারকারীই মোবাইল ডিভাইস স্মার্টফোন বা ট্যাব থেকে ফেসবুক ব্যবহার করে থাকে।
বিশ্বের শীর্ষ এই ইন্টারনেট সোশ্যাল নেটওয়ার্ক এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দেয়া হিসাব অনুযায়ী, ফেসবুক এর নিট আয় ৬৪২ মিলিয়ন ডলার। শেয়ার প্রতি মূল্য ২৫ সেন্ট। এক বছর আগে আয় ছিলো ২১৯ মিলিয়ন। তখন শেয়ার প্রতি মূল্য ছিলো ৯ সেন্ট।