শেষ হাসিটা চেন্নাই সুপার কিংসের

শেষ হাসিটা চেন্নাই সুপার কিংসের

ipl_channi1শেষ ওভারে দলকে জেতানোর জোর চেষ্টা করেছিলেন ধবল কুলকার্নি। কিন্তু তার সেই প্রচেষ্টা কাজে লাগেনি। কারণ এক বল বাকি থাকতেই প্রভীন তাম্বে রান আউট হয়ে কুলকার্নির সব প্রচেষ্টায় জল ঢেলে দেন। তাই শেষ হাসি হাসে চেন্নাই সুপার কিংসই। মহেন্দ্র সিং ধোনিরা সাত রানে হারিয়ে  দিলেন শ্যেন ওয়াটসনদের। স্পিন বোলিংয়েই মাত করলেন ধোনি। রবীন্দ্র  জাদেজার স্পিনের যাদুতেই মাত হয়ে গেল রাজস্থান। ৩৩ রানে ৪ উইকেট নিয়ে তিনিই ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।

এদিন প্রথমে ব্যাট করে চেন্নাই। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪০ রান তোলে ধোনিরা। ডিআর স্মিথ ( ৫০), ও রবীন্দ্র জাদেজা ( ৩৬ অপঃ) বড় রান করেন। রান পাননি ধোনি (০৫) , রায়নার (০৪ ) মতো ব্যাটসম্যান। ১৪১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে  ভাল করতে পারেনি রাজস্থান রয়্যালস। রজত ভাটিয়া (২৩ ) , ধবল কুলকার্নি (২৮ অপঃ)  ছাড়া আর কোনও ব্যাটসম্যানই এদিন জাদেজাদের স্পিনের সামনে দাঁড়াতে পারেননি। শেষ পর্বে কুলকার্নি চেষ্টা করলেও জয় ছিনিয়ে নিতে পারেননি ।

চেন্নাই সুপার কিংস : ১৪০-৬ (২০ ওভার)
রাজস্থান রয়্যালস: ১৩৩ (১৯.৫ ওভার)
সাত রানে জয় চেন্নাই সুপার কিংসের

অন্যান্য খেলাধূলা