ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, অসংখ্য মানুষ স্বেচ্ছায় রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের তহবিলে অর্থ দান করেছে। ক্ষতিগ্রস্তদের জন্য বিভিন্ন মহল থেকে এ পর্যন্ত ১২৭ কোটি টাকা দান করা হয়েছে। কিন্তু পুরো এক বছরে মাত্র ২২ কোটি টাকা বণ্টন করা হয়েছে। বাকি ১০৪ কোটি টাকা কোথায় গেল?
তিনি বলেন, তথ্যটা জানার অধিকার সবার রয়েছে। কে কত দিচ্ছে কোন খাতে কত ব্যয় হচ্ছে সে ব্যাপারে সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে।
বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) গেমস রুমে রানা প্লাজা ধসের বর্ষপূর্তিতে ‘আফটারম্যাথ : রানা প্লাজা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ইফতেখারুজ্জামান বলেন, রানা প্লাজায় ৫ হাজার কর্মী ছিল। তার মধ্যে আমরা ১ হাজার ১৩৫ জনকে হারিয়েছি। ক্ষতিগ্রস্তদের প্রতিটি পরিবারকে যদি গড়ে ১ কোটি টাকা করে দেওয়া হয়, তবুও তাদের ক্ষতিপূরণ করা যাবে না।
আলোচনা সভায় ঢাকা ট্রিবিউন-এর ফটোসাংবাদিক নাসিরুল ইসলাম নাসিরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত ডেনমার্ক রাষ্ট্রদূত হ্যান ফুগল, বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, ফটো সাংবাদিক ও প্রদর্শনী বিচারক আবির আবদুল্লাহ।