মানবাধিকার আন্দোলনের প্রধান পুরস্কার দি এনালস্ এওয়ার্ড ফর হিউম্যান রাইটস ডিফেন্ডার এওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশের মানবাধিকার সংগঠন ‘অধিকার’ সম্পাদক আদিলুর রহমান খান।
মানবাধিকারের প্রতি গভীর প্রতিশ্রুতিবদ্ধ ও ব্যক্তিগতভাবে ঝুঁকির সম্মুখীন মানবাধিকার কর্মীরদের এই পুরস্কার দেয়া হয়ে থাকে। বিশ্বের দশটি শীর্ষ মানবাধিকার সংস্থার সমন্বয়ে গঠিত জুরি এই পুরস্কার প্রদান করছে।
এবছর আরও দুই মানবাধিকার কর্মী মার্টিন এনালস্ এওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। মনোনীত দু’জন হলেন- চীনের মানবাধিকার কর্মী চাও সানলি। যাকে চীনের রাষ্ট্রীয় বাহিনী গুম করে। আরেকজন মেক্সিকোর শ্রমকর্মী আলেকজান্দ্রা আঞ্চিতা। এ বছরের ৭ অক্টোবর জেনেভায় একটি অনুষ্ঠানের মাধ্যমে মনোনীতদের হাতে পুরস্কার হস্তান্তর করা হবে।