ঊর্ধ্বমুখী সূচকে লেনদেন চলছে ডিএসইতে

ঊর্ধ্বমুখী সূচকে লেনদেন চলছে ডিএসইতে

image_78252_0সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে।

আজ লেনদেন শুরুর প্রথম আড়াই ঘণ্টা পর অর্থ্যাৎ বেলা ১টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে চার হাজার ৬৯০ পয়েন্টে অবস্থান করছে এবং এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৪৩২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বুধবার এ সময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ১২৮টির এবং অপরির্বতিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার।

ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানি হলো-ইবনে সিনা, গ্রামীণ ফোন, হাইডেলবার্গ সিমেন্ট, ডেল্টা স্পিনিং, লার্ফাজ সুরমা, বিকন ফার্মা, রূপালী ইন্স্যুরেন্স, মতিন স্পিনিং, ফ্যামিলিটেক্স ও মেঘনা পেট্রোলিয়াম।

অন্যদিকে, গতকাল মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে চার হাজার ৬৫৯ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ৩৯১ কোটি ৩২ লাখ ১৪ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, আগের কার্যদিবসের চেয়ে লেনদেন কমেছে ৭০ কোটি টাকা।

অর্থ বাণিজ্য শীর্ষ খবর