ঢাকা: সম্প্রতি বন্যার কারণে যন্ত্রাংশের স্বল্পতা সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক গাড়ি তৈরির প্রতিষ্ঠান হোন্ডা যুক্তরাষ্ট্র ও কানাডার কারখানাগুলোতে তাদের উৎপাদন কমানোর সিদ্বান্ত নিয়েছে। এর ফলে তাদের আয়ের লক্ষ্যমাত্রা নতুন করে নির্ধারণ করতে হয়েছে।
সোমবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছরের দ্বিতীয় প্রান্তিকে তাদের আয় ৫৫ শতাংশ কমে আসে। যে ক্ষতির পরিমাণ ৭৭০ মার্কিন ডলার। বছরের শুরুতে সুনামির কারণেও উৎপাদনের ব্যাপক ক্ষতি হয়।
প্রতিষ্ঠানটির এক বক্তব্যে বলা হয়, এশিয়ার অনেক দেশ যারা হোন্ডার যন্ত্রাংশ উৎপাদন করে। এর মধ্যে অন্যতম থাইল্যান্ড। কিন্তু থাইল্যান্ডে অনবরত বন্যার কারণে এর উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে যন্ত্রাংশের অভাবে উত্তর আমেরিকারসহ অনেক দেশে উৎপাদন কমে যাচ্ছে।