ময়না কথা বলে এটা পুরনো বিষয়। কিন্তু টেলিফোনে কথা বলে এমন খবর আজগুবি মনে হলেও বাস্তবে তা-ই। শুধু কথা নয় জাপানের একটি পাহাড়ি ময়না টেলিফোনে চ্যাটও করতে পারে।
ময়নাটির নাম অ্যাবে চান। মালিক তার স্যাতোকো ওহনো। ময়নাটির কথা বলার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
এতে দেখা যায়, ফোন বেজে উঠলে ময়নাটি অপর প্রান্তে থাকা লোকের সাথে কথা বলছে। তার প্রশ্নের জবাবও দিচ্ছে। ময়নাটি কথা বলে জাপানি ভাষায়।
তবে মালিক তাকে যেসব কথা শেখাচ্ছেন সে কেবল সে কথাগুলোই বলছে। তোতাপাখি তো শেখানো কথাই বলে!
ময়না পাখিটির সাথে মালিক ফোনে যেসব বলেছে তার ভিডিওটি প্রকাশ করেছে। কথাগুলো ঠিক এমন-
ময়না : ‘আম হ্যালো, এটা ওনো পরিবার।’
ক্স ফোন কল)
ময়না : ‘ভুল হয়েছে কোথায়?’
মালিক : ‘অ্যাবে চান, তুমি একটু আগেই বলে ফেলেছ। ফোন তোলার পর তুমি বলবে ‘হ্যালো’।
ময়না : ‘ওকে, বুঝতে পেরেছি।’
মালিক : ‘তুমি কি ঠিকমতো বুঝতে পেরেছ? না বুঝলে আমি আবার বলছি। হ্যালো, এটা গিফু এলাকার ওনো পরিবার।’
ময়না : ‘ওকে ওকে, আমি বুঝতে পেরেছি!’
মালিক : ‘ঠিক হয়েছে।’ সূত্র: ওয়েবসাইট