ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১০০ ছাড়ালো

ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১০০ ছাড়ালো

fery koriyaদ. কোরিয়ায় ফেরি দুর্ঘটনায় নিশ্চিত মৃতের সংখ্যা মঙ্গলবার ১০০ ছাড়িয়েছে। এদিকে শোকার্ত স্বজনদের ক্রমবর্ধমান চাপের মধ্যে ডুবুরি দলের সদস্যরা ডুবে যাওয়া নৌযান থেকে আরো কয়েকশ মৃতদেহ উদ্ধারের শোকাবহ তৎপরতা জোরদার করেছে।

আবহাওয়া পরিস্থিতি অনুকূল এবং সাগর অপেক্ষাকৃত শান্ত হওয়ায় উদ্ধার কর্মীদের কাজে গতিসঞ্চার হয়েছে। কিন্তু পানির নিচে দৃশ্যমানতা এখনো অন্ধকারাচ্ছন্ন হওয়ায় ডুবুরিদের গত বুধবার ডুবে যাওয়া ফেরিটির করিডোর ও কেবিনে পথ হাতড়ে কাজ করতে হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার ইতিহাসে অন্যতম ভয়াবহ এই দুর্ঘটনার পর প্রায় সপ্তাহজুড়ে উদ্ধার অভিযান চলছে। ফেরিটির ৪৭৬ জন যাত্রীর মধ্যে প্রায় ২০০ জনের এখনো খোঁজ মেলেনি।

মঙ্গলবার সকালে কোস্ট গার্ডের দেয়া পরিসংখ্যান অনুযায়ী এ পর্যন্ত মৃতের সংখ্যা ১০৪ জন এবং এখনো ১৯৪ জন নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার সকালেও নিখোঁজ স্বজনের খোঁজে জিন্দো দ্বীপের পোতাপ্রয়ে ভিড় করেছে আত্মীয়-স্বজনরা। জাহাজটি ডোবার পর প্রথম দিকে শোকার্ত স্বজনরা উদ্ধার কাজের ধীরগতিতে অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করে। ডুবন্ত ফেরি থেকে এখন আর কাউকে জীবন্ত উদ্ধারের আশা অনেকটা নেই বললেই চলে।

আন্তর্জাতিক শীর্ষ খবর