যুক্তরাষ্ট্রের সল্ট লেক শহরের একটি আদালতে শুনানির সময় এক আসামিকে গুলি করে হত্যা করেছে আইন রক্ষাকারী বাহিনী।
ডাকাতির অভিযোগে গ্রেফতার হওয়া ওই ব্যক্তি সাক্ষী গ্রহণ চলাকালে সাক্ষীর ওপর হামলা চালানোর চেষ্টা করলে তাকে গুলি করা হয়।
সাইলি অ্যানগিলাও (২৫) নামে ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, সাইলি সাক্ষীর দিকে কলম নিয়ে ‘আক্রমাণাত্মক ও বিপজ্জনক’ ভঙ্গিতে এগিয়ে যাচ্ছিল।
আদালতে উপস্থিত পেরি কার্ডওয়েল নামে এক নারী বার্তা সংস্থা এপিকে জানান, সাইলিকে লক্ষ্য করে অন্তত ছয়বার গুলি করা হয়েছে।
গুলি করার সময় সাক্ষী দাঁড়িয়ে ছিলেন। তবে তিনি আহত হননি বলে জানা গেছে। সাক্ষীর নামপরিচয় জানা যায়নি। সূত্র: বিবিসি