গত বছরই আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গিয়েছিল। এবছর এপ্রিলের শেষেই হস্তান্তর প্রক্রিয়া শেষ হতে চলেছে। নোকিয়া হতে চলেছে মাইক্রোসফট।
কিন্তু বিশ্ববাসীর মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন। মাইক্রোসফট অধিগৃহীত নোকিয়ার নাম বদলে কী হতে চলেছে? সূত্রের খবর, নোকিয়ার মোবাইল ফোন বিভাগটির নতুন নাম হতে চলেছে মাইক্রোসফট মোবাইল।
সম্প্রতি নোকিয়া তাদের সাপ্লায়ারদের একটি গোপন ইমেল পাঠিয়েছে বলে খবর। সেই ইমেলেই নয়া নাম মাইক্রোসফট মোবাইল ওওয়াই বলে উল্লেখ করা হয়েছে। তবে এবিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেনি কোনও পক্ষই। গত বছরই ৭.২ বিলিয়ন ডলারের বিনিময়ে ধুঁকতে থাকা নোকিয়া কিনে নেয় মাইক্রসোফট। চুক্তি অনুযায়ী এপ্রিলের শেষ থেকেই সম্পূর্ণ হবে হস্তান্তরের কাজ। মে মাসেই আত্মপ্রকাশ করবে মাইক্রোসফটের মোবাইল।