দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে -জাতিসংঘ মহাসচিব

দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে -জাতিসংঘ মহাসচিব

দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে জাতিসংঘ মহাসচিব বান কি মুন মন্তব্য করেছেন। তিনি সম্প্রতি জাতিসংর্ঘের মানবিক ও জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, জাতিসংঘ সদর দফতরে বিশ্বে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত এক ব্রিফিং এ মন্তব্য করেন। তিনি এমডিজির লক্ষ্য পূরণ, ২০১৫ পরবর্তী উন্নয়ন এজেন্ডার রূপরেখা তৈরি এবং বিশ্বে জলবায়ু পরিবর্তনের উপর একটি সর্বজনীন আইনি চুক্তি গ্রহণের আহ্বান জানান। এ সময় তিনি দুর্যোগ মোকাবিলায় প্রতিরোধমূলক ব্যবস্থার সুপারিশ করেন।

বান কি মুন বলেন, গত ২০ বছরের দেশটির বারো কোটি ৫০ লাখ লোক প্রাকৃতিক দুর্যোগ কবলিত হয়েছে। তিনি বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতির ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশের গ্রামীণ পর্যায়ে সরকারি উদ্যোগে ৬২ হাজার স্বেচ্ছাসেবীকে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ এবং যে কোন দুর্যোগের পর দ্রুত সাড়া দিতে ২৫ হাজার কমিউনিটি স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখা দুর্যোগ প্রবণ বিশ্বের অন্য দেশগুলোর জন্য অনুসরণীয় হতে পারে বলে জাতিসংঘের প্রধান মন্তব্য করেন।-তথ্য বিবরণী

অন্যান্য অর্থ বাণিজ্য আন্তর্জাতিক জেলা সংবাদ বাংলাদেশ বিজ্ঞান প্রযুক্তি শীর্ষ খবর