জেএমবি’র চার সদস্য ১০ দিনের রিমান্ডে

জেএমবি’র চার সদস্য ১০ দিনের রিমান্ডে

prijon vanসম্প্রতি জামাআতুল মুজাহেদীন বাংলাদেশ-জেএমবি’র তিন সদস্যকে ময়মনসিংহ এর ত্রিশাল থেকে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতারকৃত ৪ জনের আবারও ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার ময়মনসিংহ কারাগার থেকে জেএমবি’র ওই চার সদস্য আলামিন (২৬), সৈয়দ জিয়াউল ইসলাম (২৪), মো. আজমীর (৩২) ও গোলাম সারোয়ার রাহাতকে ময়মনসিংহের আদালতে হাজির করা হলে ৪নং আদালতের বিচারক ফারজানা ইয়াসমিন রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

ময়মনসিংহের কোর্ট ইন্সপেক্টর শুকরানা জানান, ত্রিশাল মডেল থানায় দায়ের করা দুটি মামলায় তাদের আদালতে হাজির করে রিমান্ড চাইলে বিচারক ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে।

রিমান্ড মঞ্জুর হলে তাদের কড়া নিরাপত্তার মধ্যদিয়ে কারাগারে পাঠানো হয়।

এ ছাড়া গাজীপুরের চন্দ্রা থেকে আটক মাইক্রোবাস চালক জাকারিয়ার স্ত্রী শামসুন্নাহার স্বপ্নাকে আদালতে ত্রিশাল থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

উল্লেখ্য, এ বছরের ২৩ ফেব্রম্নয়ারি ত্রিশালের সাইনবোর্ড এলাকায় প্রিজন ভ্যানে বোমা ও গুলি চালিয়ে এক কনস্টেবলকে হত্যা করে জেএমবি’র মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত তিন জঙ্গিকে ছিনিয়ে নেওয়া হয়। ১৪ মার্চ ভালুকা থেকে আলামিন (২৬), সৈয়দ জিয়াউল ইসলাম (২৪), মো. আজমীর (৩২) ও গোলাম সারোয়ার রাহাতকে আটক করে পুলিশ।

বাংলাদেশ শীর্ষ খবর