এলজিইডি বিভাগের আওতায় চলতি অর্থ বছরে ৩শ’ ৪১ কোটি ৩৮ লাখ ২৬ হাজার টাকা ব্যয়ে ৪৬৫টি প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জেলা কার্যালয় সূত্র জানায় ইতিমধ্যে ২৪১টি প্রকল্পের কাজ শেষ পর্যায় এবং বাকি ২২৪টি প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। ঝালকাঠি সদর আসনের সংসদ সদস্য ও শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমুর কর্মতৎপরতায় জেলায় এ প্রকল্প গুলো বাস্তবায়ন হচ্ছে।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বৃহত্তর বরিশাল জেলা গ্রামীণ যোগাযোগ ও হাট-বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৩২ কোটি ৩৫ লাখ ১৭ হাজার টাকা ব্যয়ে ১১২টি প্রকল্প। যার মধ্যে ৬৯টি প্রকল্পকাজ শেষ হয়েছে। ২৭ কোটি ৮৩ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে উপজেলা ও ইউনিয়ন সড়ক ৩০টি প্রকল্পের মধ্যে ১৪টির কাজ শেষ হয়েছে। ৫৪ কোটি ৬৫ লাখ ৩৬ হাজার টাকা ব্যয়ে ইমার্জেন্সী সাইক্লোন সেল্টার এবং রেষ্টোরেশন ৪১টি প্রকল্পের মধ্যে ১০টির কাজ সমাপ্ত হয়েছে এবং ৩১টি প্রকল্প বাস্তবায়ন শেষ পর্যায়। অগ্রাধিকার ভিত্তিক গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন (আমব্রেলা) ৮০টি প্রকল্প খাতে ৩৩ কোটি ৫০ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ে ৮০টি প্রকল্পের মধ্যে ৩১টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। বাকিগুলো বাস্তবায়নের কাজ চলছে। জাপানের সাহায্য সংগঠন জাইকার অর্থায়নে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ৬০ কোটি ৬১ লাখ ২ হাজার টাকা ব্যয়ে ২৭টি প্রকল্পের মধ্যে ৭টির কাজ শেষ হয়েছে এবং বাকীগুলোর কাজ চলছে। আইলায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায় ১১ কোটি ২৭ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে ১৩টি প্রকল্পের মধ্যে ৫টি প্রকল্পের বাস্তবায়ন শেষ হয়েছে এবং বাকী গুলির কাজ চলছে।
প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প (আইডিবি) ৮টি প্রকল্প খাতে ৭ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে প্রকল্পের বাস্তবায়নের কাজ চলছে। এ্যাপ্রোচ বিহীন ব্রীজ, কালভার্ট উন্নয়ন ১টি প্রকল্পে ২ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন শেষ হয়েছে। ঝালকাঠির গাবখান সেতুর পার্শ্বে মনোরম পরিবেশে ১১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে পিটিআই ভবন নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং প্রকল্পটির নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়। মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বাসস্থান নির্মাণের জন্য ১ কোটি ৩ লাখ ২৬ হাজার টাকা ব্যয়ে ৩টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। অংশগ্রহণমূলক ক্ষুদ্রাকার পানি সম্পদ সেক্টর প্রকল্পের (৩য় পর্যায়) ৬৪ লাখ ২১ হাজার টাকা ব্যয়ে ৩টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। পল্লী সড়ক ও কালভার্ট মেরামত ৩৬টি প্রকল্প খাতে ৬ কোটি ২৭ লাখ ৯৮ হাজার টাকা ব্যয়ে প্রকল্পগুলোর মধ্যে ১৩টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। জনগুরুত্বপূর্ণ উপজেলা সড়ক উন্নয়ন প্রকল্প খাতে ৫ কোটি ৫১ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের বাস্তবায়ন কাজ শেষ হয়েছে। ১৫ কোটি ৩৭ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে উপজেলা সড়ক উন্নয়ন প্রকল্পের ১২টি প্রকল্পের মধ্যে ১০টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। আবাসন প্রকল্পের সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প খাতে ১৬ কোটি ৪৫ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে ১৬টি প্রকল্পের মধ্যে ১৫টির কাজ শেষ হয়েছে।
পল্লী অবকাঠামো উন্নয়ন (জনগুরত্বপূর্ণ গ্রামীণ যোগাযোগ এবং হাট-বাজার উন্নয়ন ও পূনর্বাসন) প্রকল্প (২য় খন্ড) এর আওতায় ১১ কোটি ৭১ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে ৩৩টি প্রকল্পের মধ্যে ২৭টির বাস্তবায়ন কাজ শেষ হয়েছে। অগ্রাধীকার ভিত্তিক গ্রামীণ সড়ক ও হাট-বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প ১৫ কোটি ২৩ লাখ ১৭ হাজার টাকা ব্যয়ে ৩৫টি প্রকল্পের মধ্যে ২৩টি প্রকল্পের কাজ সমাপ্ত হয়েছে। এলজিইডি ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী ভরত চন্দ্র মন্ডল বলেন ১৮টি খাতের এই প্রকল্পগুলো শেষ করার জন্য ১৭৩ কোটি ৬১ লাখ ৫৩ হাজার টাকা চাহিদা রয়েছে। আশা করা হচ্ছে খুব শিঘ্রই বরাদ্দ পাওয়া যাবে।