সেই মেসির গোলেই বার্সার জয়

সেই মেসির গোলেই বার্সার জয়

messir4অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ ও গ্রানাডা লজ্জার পর আবারো হারতে বসেছিল বার্সেলোনা!

রোববার স্প্যানিশ লা লিগার খেলায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে প্রথমেই গোল হজম করে জেরার্দো টাটা মার্টিনোর ছাত্ররা। তবে খেলার দ্বিতীয়ার্ধে লিওনেল মেসির ফ্রি-কিক জাদু ও পেদ্রো রদ্রিগেজের লক্ষ্যভেদে শেষ রক্ষা হয় ক্যাম্প ন্যু’য়ের অধিবাসীদের। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে পারে কাতালনিয়ার ক্লাবটি।
 
এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের দুই নাম্বারে উঠে এসেছে বার্সা। ৩৪ ম্যাচে ৮১ পয়েন্ট তাদের। সমান সংখ্যক ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৮৫। টেবিলের শীর্ষে আছে ভিসেন্ত ক্যালেদন স্টেডিয়ামের সত্ত্বাধিকারীরা। আর এক ম্যাচ কম খেলে বার্সা থেকে দুই পয়েন্ট পিছিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোরা। ৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট তাদের।
 
‘প্রায়’ আরেক বার বিপর্যয়ের সামনে গিয়ে ঠেকেছিল বার্সা। দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটে ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে প্রথমে গোল হজম করে মেসিরাই। তখন শ্মশানের স্তব্ধতা নামে জাভি-ফেব্রেগাসদের হোমগ্রাউন্ডে। হতাশ দর্শকরা মাথা চাপড়াতে থাকেন। শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকান ইনিয়েস্তা। আর হাভিয়ের মাসচেরানো যেন পাথর বনে যান! বিমূঢ় তিনি যেন হাততালি দেওয়ার শক্তিও হারিয়ে ফেলেছিলেন!
 
এই অবস্থায় ম্যাচে ফেরার জন্য একটি ‘মিরাকল’ বা যাদু স্পর্শ প্রয়োজন ছিল। বার্সাকে এই লাইফলাইনটুকু উপহার দেন দলটির ব্রাজিলিয়ান ফুলব্যাক দানি আলভেস। খেলার ৭১ মিনিটে মাঝ মাঠে বল পেয়ে দারুণ এক দৌঁড়ে প্রতিপক্ষের তিন খেলোয়াড়কে কাটিয়ে সানচেজকে বল বাড়ান আলভেস। সানচেজ তা থালায় সাজিয়ে দেন পেদ্রো রদ্রিগেজকে। তা থেকেই পাংশু বার্সাকে সমতায় ফেরান লা মাসিয়ার গ্রাজুয়েট ও স্প্যানিশ ইন্টারন্যাশনাল।
 
এতেই যেন অক্সিজেন পায় বার্সা! এরপর আরো আক্রমণাত্মক হয়ে ওঠে বার্সা। যাতে নেতৃত্ব দিতে থাকেন সাম্প্রতিক সময়ে সমালোচনায় বিদ্ধ হতে থাকা মেসি। এরপর এমএলটেনের  দুরন্ত এক মুভেই বিলবাওয়ের ডি বক্সের সামনে ফ্রি-কিক পায় বার্সা। যা থেকে গোল করে নিজ দলকে জয় উপহার দেন ফুটবলের ক্ষুদে যাদুকর। প্রসঙ্গত, বার্সা প্রাণভোমরা মেসি এই মৌসুমে লা লিগায় তৃতীয় সর্বোচ্চ ২৬টি গোল করেন। সবচেয়ে বেশি ২৮টি গোল রোনালদোর। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ গোল ডিয়াগো কস্তার।
অন্যান্য খেলাধূলা বিনোদন