‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ দিয়ে মিডিয়ায় পদার্পণ। এরপর মিডিয়ায় পা রেখেই আলোচিত সমালোচিত তারকায় পরিণত হন তিনি। এরপর বিজ্ঞাপন এবং নাটকে ব্যস্ত থাকলেও সম্প্রতি এই অভিনেত্রী। নাটক ছেড়ে চলচ্চিত্রে এসেই পরপর চারটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন প্রসূন।
সম্প্রতি শেষ হয়েছে শফিকুল আলম মিঠু পরিচালিত ‘অচেনা হূদয়’ চলচ্চিত্রের চিত্রধারণ। ছবিটির ডাবিং চলছে। ত্রিভুজ প্রেমের বাণিজ্যিক ধারার এ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটতে যাচ্ছে ছোট পর্দার প্রসূন আজাদের।
কাজী হায়াত্ পরিচালিত ‘সর্বনাশা ইয়াবা’র পর প্রসূনের জন্য অপেক্ষা করছে আরো দুটি চলচ্চিত্র। নির্মাতা শাহাদাৎ হোসেন বিদ্যুতের ‘রাজা গোলাম’ ও বাপ্পারাজের পরিচালনায় নায়ক রাজ রাজ্জাক ও কবরী অভিনীত চলচ্চিত্র ‘বেইমান’-এর রিমেক।
প্রসূন বললেন, প্রথম চলচ্চিত্র হিসেবে এটি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমার প্রাপ্তি হচ্ছে এ চলচ্চিত্রটির কাহিনী মূলত আমাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। কথা হয় নাটক এবং চলচ্চিত্র দুই মাধ্যমে কাজের পার্থক্য ও অভিজ্ঞতা প্রসঙ্গে।
তিনি বলেন, আমি মঞ্চে কাজ করিনি। নাটকে কিছু গুণী নির্মাতার সঙ্গে কাজ করেছি। সে অভিজ্ঞতা কাজে লাগিয়েই অভিনয়ের কলাকৌশলগুলো চলচ্চিত্রে প্রয়োগ করতে পেরেছি।
এখন কেবল মাত্র সমই বলে দিবে প্রসূন সফল হন নাকি ব্যর্থ।