ফিনল্যান্ডে রোববার একটি বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। ইস্টার সানডে উপলক্ষে জাম্প দেয়ার জন্য স্কাইডাইভারদের একটি দল ওই বিমানে ছিল।
পুলিশ জানায়, ফিনল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় জামিজার্ভি শহরে কম্প এয়ার-৮ নামের বিমানটি বিধস্ত হয় এবং বিমানটিতে ১১ আরোহী ছিল।
এদের মধ্যে পাইলটসহ তিনজন বিমানটি বিধস্ত হওয়ার আগে নিরাপদে লাফিয়ে পড়ে।
পুলিশ জানায়, জীবিতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা এখন শঙ্কামুক্ত। বিমানে থাকা সকল স্কাইডাইভার ওই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সম্ভবত বিমানটির ইঞ্জিনে ত্রুটির কারণে এটি বিদ্ধস্ত হয়।
জামিজার্ভি বিমানবন্দর শিক্ষানবিশ স্কাইডাইভারদের কাছে একটি জনপ্রিয় স্থান।