দশম জাতীয় সংসদের টাঙ্গাইল-৮ আসন থেকে উপ-নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের শপথ অনুষ্ঠান সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
সোমবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল।
এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ. স. ম. ফিরোজ, হুইপ মো. আতিউর রহমান আতিক, ইকবালুর রহিম, মো. শাহাব উদ্দিন, যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সভাপতি মো. একাব্বর হোসেন এমপি প্রমুখ।
গত ২০ জানুয়ারি টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাংসদ কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়। পরে উপ-নির্বাচনে বাবা শওকত মোমেন শাহজাহানের আসনে বিজয়ী হন ছেলে অনুপম শাহজাহান।