সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো দক্ষ হতে হবে: আইজিপি

সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো দক্ষ হতে হবে: আইজিপি

imagesপুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, “সন্ত্রাস দমনে দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে আরো দক্ষতার সঙ্গে কাজ করতে হবে।”

সোমবার সকাল ১০টায় মিরপুর পুলিশ স্টাফ কলেজের কনফারেন্স রুমে ‘রেসপন্ডিং টু টেরোরিজম অলটারনেটিভ অ্যাপ্রোচ’ শীর্ষক চার দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, “সন্ত্রাস দমনে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতা বাড়ানোর সময় এসেছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সন্ত্রাস দমনে কাজ করছে তাদের দক্ষতা বাড়াতে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।”

কর্মশালাটি যৌথভাবে আয়োজন করেছে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেরোরিজম রিসার্চ সিঙ্গাপুর।

বাংলাদেশ শীর্ষ খবর