১ ঘণ্টা পরপর বিদ্যুৎকেন্দ্র বন্ধের সিদ্ধান্ত

১ ঘণ্টা পরপর বিদ্যুৎকেন্দ্র বন্ধের সিদ্ধান্ত

electricity0দেশে তাপপ্রবাহ প্রবাহিত হওয়ার কারণে বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতিগুলো তাদের প্রত্যাশিত তাপমাত্রার তুলনায় বেশি গরম হয়ে যাচ্ছে। এ অবস্থায় যন্ত্রপাতি যাতে নষ্ট না হয় সেজন্য বিদ্যুৎকেন্দ্র ও সাব স্টেশনগুলো এক ঘণ্টা করে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

রোববার বিদ্যুতের সার্বিক পরিস্থিতি নিয়ে বিদ্যুৎ বিভাগে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলামের সভাপতিত্বে বৈঠকে পিডিবির পরিচালক (উৎপাদন) জালাল উদ্দিনসহ বিতরণ সংস্থার প্রতিনিধি এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানায়, সারাদেশের ওপর দিয়ে তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে। এই তাপপ্রবাহের কারণে বিদ্যুৎকেন্দ্রগুলোর যন্ত্রাংশের যে হিটিং ভ্যালু থাকার কথা, তার চেয়ে বেশি গরম হয়ে যাচ্ছে। সাধারণত ৩৫ থেকে ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকার কথা। কিন্তু তাপপ্রবাহের কারণে যন্ত্রাংশ তার চেয়ে বেশি গরম হয়ে যাচ্ছে। মূল্যবান এসব যন্ত্রপাতি যাতে নষ্ট না হয় সেজন্য বিদ্যুৎকেন্দ্র ও সাবস্টেশনগুলো এক ঘণ্টা করে বন্ধ রেখে ঠাণ্ডা করতে বলা হয়েছে। পাশাপাশি যন্ত্রপাতিগুলো নিয়মিত পরীক্ষা করারও নির্দেশ দেওয়া হয়েছে।

তাপপ্রবাহ ছাড়াও বিদ্যুৎকেন্দ্রের সরবরাহকৃত গ্যাসের চাপ কম থাকায় বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতির ক্ষতি হচ্ছে। এ বিষয়ে আলোচনা করতে সোমবার পেট্রোবাংলার সঙ্গে আলোচনা করবেন পিডিবির কর্মকর্তারা।

পিডিবি জানায়, বর্তমানে ৭ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যাতে লোডশেডিং নেই বললেই চলে।

সর্বোচ্চ গরমের সময় প্রতি বছর সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকে। যার কারণে ঘাটতিও থাকে বেশি। বর্তমানে ৮ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র থাকলেও উৎপাদন হচ্ছে না পুরোটা। প্রায় ২ হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কেন্দ্র বন্ধ আছে। এর মধ্যে জ্বালানির কারণে ৮৮০ মেগাওয়াট আর রক্ষণাবেক্ষণের কারণে ১ হাজার ৩৬০ মেগাওয়াট।

বিদ্যুৎ না থাকার কারণে শিল্প, বাণিজ্য, আবাসিক সব গ্রাহকের ভোগান্তির শিকার হতে হচ্ছে। শিল্পে উৎপাদন খরচ বাড়ছে। কারণ বিদ্যুৎ না থাকায় বিকল্প উপায় ব্যবহার করতে হচ্ছে উদ্যোক্তাদের।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন এলাকা দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

অধি দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস; সর্বনিম্ন তাপমাত্রা ছিল সৈয়দপুরে ২২ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ শীর্ষ খবর