হজ প্রিপেইড কার্ড চালু করল ইসলামী ব্যাংক

হজ প্রিপেইড কার্ড চালু করল ইসলামী ব্যাংক

হজ প্রিপেইড কার্ড চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এ কার্ডের মাধ্যমে হজযাত্রীরা নির্ধারিত ডলার ও সৌদি রিয়াল বহন করতে পারবেন। সৌদি আরবে ভিসা লগো সম্বলিত এটিএম বুথ থেকে এসব ডলার ও রিয়াল উত্তোলন করা যাবে।

রবিবার মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আব্দুল মান্নান এর উদ্বোধন করেন।
 
এর আগে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আব্দুল মান্নানের উপস্থিতিতে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহা. শামসুল হক এবং হাব সভাপতি মো. ইব্রাহিম বাহার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এ কে এম আবদুল মালেক চৌধুরী, মো. মাহবুব-উল-আলম, রফি আহমেদ বেগ, নুরুল ইসলাম খলিফা, হাবের সহসভাপতি আফতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ, অর্থ সম্পাদক মোজাম্মেল হোসাইন কামালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ চুক্তির আওতায় হাবের সদস্য প্রতিষ্ঠানসমূহ কোনো চার্জ ছাড়াই ইসলামী ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা গ্রহণের সুযোগ পাবেন।

অন্যান্য অর্থ বাণিজ্য আন্তর্জাতিক শীর্ষ খবর