জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জিতল ঢাকা বিভাগ। ১৫তম জাতীয় ক্রিকেট লিগের সপ্তম ও শেষ রাউন্ডের খেলার দ্বিতীয় দিন নিশ্চিত হয় তাদের শিরোপা। তাদের জেতা নিয়ে অবশ্য তেমন অনিশ্চয়তাও ছিল না। তবে অনেক ‘যদি’ এবং ‘কিন্তু’-নির্ভর সম্ভাবনা কিছুটা হলেও রাজশাহীর ছিল। অনেক সমীকরণের একটি এমন ছিল যে, তাদের চেয়ে ২১ পয়েন্টে এগিয়ে থাকা ঢাকা যেন কিছুতেই শেষ ম্যাচে ৪ পয়েন্ট না পায়। একই সঙ্গে এক ম্যাচ থেকে সম্ভব সর্বোচ্চ ২৫ পয়েন্ট পাওয়ার বাধ্যবাধকতার জন্যও রাজশাহীর কাজটা কঠিন হয়ে উঠেছিল আরো।
পেসার দেলোয়ার হোসেনের ৫ উইকেটে প্রতিপক্ষকে মাত্র ১২৬ রানে গুটিয়ে দিয়ে সর্বোচ্চ ৩ বোলিং বোনাস পয়েন্টও নিশ্চিত করেছিল রাজশাহী। প্রথম ইনিংসে লিড নেওয়ার জন্য এর সঙ্গে আরো ১ বোনাস পয়েন্টও যুক্ত হয়েছে। কিন্তু নিজেরা আজ ২০৭ রানে অলআউট হওয়ায় ব্যাটিং বোনাস সর্বোচ্চ ৫ পয়েন্ট পাওয়া হয়ে ওঠেনি। সে জন্য ইনিংসটা ৪০০ বা তার বেশি রানের করতে হত। ২০৭ রানে অলআউট হওয়ায় সর্বোচ্চ ২৫ পয়েন্ট পাওয়া সম্ভব হয়নি। তাই দ্বিতীয় দিন শেষেই শিরোপার উল্লাসে ভাসে ঢাকা বিভাগ।
খুলনাকে ২৪৩ রানে গুটিয়ে দিয়ে ঢাকা ৩ বোলিং বোনাস পয়েন্ট পেয়ে গেছে ইতিমধ্যেই। আজ ২৫২ রানে অলআউট হওয়ায় ২ ব্যাটিং বোনাস পয়েন্টের পাশাপাশি প্রথম ইনিংসে লিড নেওয়ার জন্যও পেয়েছে ১ পয়েন্ট। শিরোপা নিশ্চিত হয়ে যায় তাতেই। এই ম্যাচ হারলেও ঢাকার কাছ থেকে শিরোপা কেড়ে নেওয়ার উপায় নেই রাজশাহীর।