রতিষ্ঠার তিন যুগ পার করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। তিন যুগপূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমী আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। অনুষ্ঠান মালায় থাকছে নানা আকর্ষণীয় আয়োজন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমী তিনযুগ পূর্তি অনুষ্ঠান উদ্বোধন করবেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ। আগামী ১৯ ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে দশটায় ঢাকার সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রঙ্গণে দু’দিনব্যাপী এই অনুষ্ঠানমালা উদ্বোধন করা হবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এই একাডেমী প্রতিষ্ঠা করেন। এরপর এক এক করে কেটে গেছে দীর্ঘ ৩৬টি বছর। আমাদের সংস্কৃতির বিভিন্ন শাখা সংগীত, নৃত্য, চারুকলা, নাট্যকলা, চলচ্চিত্র, সার্কাস, যাত্রাশিল্প প্রভৃতির উন্নয়নে প্রতিষ্ঠার পর থেকে কাজ করে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী।