টাইলস স্থাপনের জন্য এক্সট্রা স্ট্রং, টাইলস এডহেভিস ও টাইলস পয়েন্টিং নিয়ে এলো মিরপুর সিরামিকসের অঙ্গপ্রতিষ্ঠান খাদিম সিরামিকস।
বুধবার সন্ধায় হোটেল রেডিসনে নতুন এই পণ্য ৩টির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিহ্যাব প্রেসিডেন্ট নসরুল হামিদ এমপি বলেন, ‘এই পণ্য ৩টির ফলে টাইলস স্থাপনের ক্ষেত্রে বৈল্পবিক পরিবর্তন আসবে।’
তিনি বলেন, ‘নির্মাণ শিল্পকে আরও আধুনিক করতে খাদিম সিরামিকসের নতুন পণ্যগুলো সহায়ক ভূমিকা পালন করবে। বিষয়টি সত্যিই গর্বের।’
নসরুল হামিদ বলেন, ‘আমরা নির্মাণ শিল্পে যে ইট ব্যবহার করি তা টেকসই কিন্তু প্রশ্নবিদ্ধ। কিন্তু সিরামিকস প্রশ্নের ঊর্ধ্বে।’ তাই নির্মাণ শিল্পের স্থায়ীত্বে জন্য সিরামিক ব্যবহারের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের চিফ স্থপতি আহসানুল হক খান বলেন, ‘পণ্ডু নগর থেকে আজকের নতুন ঠিকানা শেরে বাংলানগর গড়তে মিরপুর সিরামিকসের অবদান অনেক।
মিরপুর সিরামিকস উদ্ভাবনী ক্ষেত্রে সব সময়েই রয়েছে এগিয়ে। ক্রমাগত তারা নতুন নতুন প্রযুক্তি নির্ভর পণ্য বাজারে এনে বাংলাদেশকে সমৃদ্ধ করেছে।’
দেশীয় এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য সবাইকে সহায়তা করার আহ্বান জানান তিনি আহসানুল হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মিরপুর সিরামিকসের চেয়ারম্যান আসিফ আরিফ তাবানী। তিনি বলেন, ‘টাইলস স্থাপনের ক্ষেত্রে এসব পণ্য ব্যবহার করা হলে সিমেট এবং বালু ব্যবহারের প্রয়োজন পড়বে না।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি মোবাস্বর হোসেন।
এতে আরও বক্তব্য রাখেন খাদিম সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরিফ তাবানী।